ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

৩৩টি অবৈধ ডকইয়ার্ড উচ্ছেদে নৌমন্ত্রীর নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৯, এপ্রিল ১, ২০১৮
৩৩টি অবৈধ ডকইয়ার্ড উচ্ছেদে নৌমন্ত্রীর নির্দেশ

ঢাকা: বুড়িগঙ্গায় অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। এ সময় ৩৩টি অবৈধ ডকইয়ার্ড অন্যত্র সরিয়ে নিতে নির্দেশ দেন মন্ত্রী।

এসব ডকইয়ার্ড নদী দখল করে স্থাপন করা হয়েছিলো। এ নিয়ে টানা অভিযান চলবে বলেও ঘোষণা দেন মন্ত্রী।


 
রোববার (০১ এপ্রিল) বিকেলে নৌমন্ত্রী সদরঘাট কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে মিরেরবাগ পর্যন্ত পরিদর্শন করেন।
 
ডকইয়ার্ডগুলো নদী দখল করে গড়ে উঠে অভিযোগে গত ৩০ মার্চ থেকে অভিযান শুরু হয়। এ অভিযান পরিদর্শন করতে আসেন মন্ত্রী।
 
এসময় ৩৩টি ডকইয়ার্ডকে শিগগিরই অন্যত্র সরিয়ে নিতে মালিকদের নির্দেশ দেন নৌমন্ত্রী।
 
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মুজিবর রহমান, বিআইডব্লিউটিএ’র ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিনসহ সংশ্লিষ্টরা।
 
মন্ত্রী তাদেরকে সদরঘাটসহ আশপাশে নদীর জায়গা দখল করে কেউ যেন কোনো কিছু তৈরি করতে না পারে সেজন্য নিয়মিত মনিটরিং ও অভিযান পরিচালনার নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
এসএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।