মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রোববার (১ এপ্রিল) সকালে ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মৃত মিম আক্তার ঝালকাঠি পৌরসভা খেয়াঘাট এলাকার দুলাল গাজীর মেয়ে।
মৃতের স্বজনরা জানান, মিমের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর শনিবার (৩১ মার্চ) দিনগত রাতে শ্বশুরকে ফোনে জানান রাকিব। এরপর মিমের বাবাসহ স্বজনরা রাকিবদের বাড়িতে গিয়ে মিমের মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখেন। পরে সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।
স্বামীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে মিম আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হলেও মৃত্যুর সঠিক কারণ পুলিশকে তদন্ত করে উদঘাটন করার দাবি জানিয়েছেন বাবা দুলাল গাজী।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের পর প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
এমএস/আরআর