রোববার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হাটবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই উপজেলার ফলসিয়া গ্রামের জাফর শেখের ছেলে নূর ইসলাম (২২) ও চান্দ মিয়ার ছেলে ইব্রহিম (২৩)।
অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, সকালে হাটবাড়িয়া এলাকায় একটি ট্রলির সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নূর ইসলাম মারা যান। আহত অবস্থায় মোটরসাইকেলের দুই আরোহীকে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পর ইব্রাহিম মারা যান।
অপরদিকে, ভোরে মাগুরা সদর উপজেলার বেলনগর এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ তিনজন গুরুতর আহত হন। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৮
এনটি