ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৩, এপ্রিল ১, ২০১৮
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি। ছবি: বাংলানিউজ

ঢাকা: ধর্ষণের ক্ষেত্রে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানিয়েছে নির্যাতন প্রতিরোধ জাতীয় কমিটি নামের একটি সংগঠন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ কর্মসূচি ঘোষণার মাধ্যমে রোববার (১ এপ্রিল)জাতীয় প্রেসক্লাবের সামনে ওই সংগঠনের সদস্যরা জমায়েত হয়ে এ দাবি জানায়।

সাম্প্রতিক সময়ে দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতন ব্যাপক হারে বেড়ে যাওয়ায় ওই সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণের জন্য পোশাককে দায়ী করে অনেকেই। কিন্তু এর জন্য দায়ী মন মানসিকতা। যারা ধর্ষণ করে তারা একটি বারের জন্য চিন্তা করে না যেই নারীজাতির গর্ভে তাদের জন্ম সেই নারীর সঙ্গে এ রকম আচরণ করছে। প্রতিদিন খবরের পাতা খুললে কিংবা ফেসবুকে ঢুকলে পুরো ফেসবুক সয়লাব হয়ে যায় ধর্ষণের খবরে। যেদেশের প্রধানমন্ত্রী ও সংসদের স্পিকার নারী। তাহলে স্বাধীনদেশে নারীরা কেন চলাচল নিয়ে আতঙ্কে থাকবে? প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ ধর্ষণের শাস্তি বাড়িয়ে যেন মৃত্যুদণ্ড ও আইনের যথাযথ প্রয়োগে ধর্ষণ বন্ধে কার্যকর ভূমিকা রাখবেন।

শুক্রবার (৬ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক মিলনকেন্দ্রতে (টিএসসি) প্রতিবাদী সমাবেশ করা এবং পরবর্তী কর্মসূচি সম্পর্কে জানানো হবে বলে জানান সংগঠনের সভাপতি গোলাম রহমান দুর্জয়।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
এমএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।