ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫২, এপ্রিল ১, ২০১৮
কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর  হাইসিকিউরিটি কারাগারের নজরুল ইসলাম (৫১) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। নজরুল জয়পুরহাটের আক্কেলপুর থানার দুলালী এলাকার রমজান আলীর ছেলে।

রোববার (০১ এপ্রিল) দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেলার মো. বিকাশ রায়হান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কেন্দ্রীয় কারাগারের ভেতরে মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি নজরুল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

পরে তাকে প্রথমে কারা হাসপাতাল ও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নেওয়ার পরামর্শ দেন। পরে শনিবার (৩১ মার্চ) সন্ধ্যায় ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

নিহতের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে আছে। সেখানে থেকে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান জেলার বিকাশ।
 
নিহত নজরুল ২০১২ সালের আক্কেলপুর থানার একটি হত্যা মামলায় মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। গত ২০১৭ সালের ২৫ জুলাই তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
আরএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।