রোববার (১ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক কমিটি, (সনাক) সাতক্ষীরা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
সনাক, সাতক্ষীরার সহ-সভাপতি তৈয়েব হাসান বাবুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সনাকের শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর আব্দুল হামিদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, সনাক সদস্য অধ্যক্ষ ড. দিলারা বেগম, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আনিসুর রহিম, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোৎছনা দত্ত প্রমুখ।
বক্তারা বলেন, সারাদেশে যেভাবে প্রশ্ন ফাঁস হওয়া শুরু হয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক। প্রশ্নফাঁসের কারণে গোটা শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। মেধাহীন হয়ে পড়ছে জাতি।
বক্তারা আইন সংশোধন করে প্রশ্নফাঁসের শাস্তি বৃদ্ধিসহ প্রশ্ন ফাঁস রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
আরএ