ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ইস্টার সানডেতে উপাসনালয়ে প্রার্থনা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৬, এপ্রিল ১, ২০১৮
ইস্টার সানডেতে উপাসনালয়ে প্রার্থনা যিশু খ্রিস্ট

ঢাকা: খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটি পবিত্র দিন হলো ইস্টার সানডে। ধর্মীয় বিশ্বাস মতে, এদিনে মৃত্যু থেকে পুনরুত্থান ঘটে  যিশু খ্রিস্টের। দিনটি উপলক্ষে রাজধানীসহ সারাদেশের গির্জাগুলো সেজেছে অপরূপ সাজে।

রোববার (১ এপ্রিল) সকাল থেকেই সারাদেশে গির্জাগুলোতে প্রার্থনাসভাসহ খ্রিস্টযোগের আয়োজন করা হয়েছে।

বাইবেল থেকে জানা যায়, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী তা অনিবার্য ছিল।

শুধু নির্যাতনই নয়, সংখ্যাগরিষ্ঠ ভ্রান্ত মানুষের দাবির মুখে যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে শাসকরা, সেখানেই তার মৃত্যু ঘটে।

কিন্তু মৃত্যুর পর তৃতীয়দিনে তিনি আবার জীবিত হন, যা পুনরুত্থান হিসেবে সুবিদিত। দিনটি ছিল রোববার আর তাও ঈশ্বরের পরিকল্পনারই অংশ। পুনরুত্থানের আগের ৪০ দিন খ্রিস্ট ধর্মাবলম্বীরা উপবাস, ত্যাগস্বীকার, নিরামিষ আহার, ধ্যান, প্রার্থনা, পাপস্বীকার করে নিজেদের প্রস্তুত করেন।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।