ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আদিতমারীতে ফেনসিডিলসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩১, এপ্রিল ১, ২০১৮
আদিতমারীতে ফেনসিডিলসহ গ্রেফতার ২ আদিতমারীতে ফেনসিডিলসহ গ্রেফতার ২

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ১০০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১ এপ্রিল) সকালে উপজেলার মহিষখোচা ইউনিয়নের চন্ডিমারী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মহিষখোচা ইউনিয়নের কামারপাড়ার ইরমানুল হকের ছেলে আহসান হাবিব সুমন (৩৩) ও একই উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ি এলাকার তহির উদ্দিন ওরফে ঝেল্লা শেখের ছেলে এরশাদ আলী (৩২)।


 

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে মহিষখোচা চন্ডিমারী এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ সুমন ও এরশাদকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেহ ও মোটরসাইকেল তল্লাশি করে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।  

তিনি আরো জানান, গ্রেফতারকৃত সুমনের বিরুদ্ধে নয়টি মাদক মামলা রয়েছে। যার একটিতে রয়েছে গ্রেফতারি পরোয়ানা। আর এরশাদের বিরুদ্ধে রয়েছে ছয়টি মাদক মামলা। যার পাঁচটিতে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদিতমারী থানায় আরো একটি করে মামলা দায়ের করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।