শনিবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে রহনপুর-আড্ডা সড়কের এনায়েতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিরেশা নাচোল উপজেলার কসবা ইউনিয়নের আক্কেলপুর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।
স্থানীয়রা জানান, আড্ডা থেকে বাড়ি ফেরার পথে এনায়েতপুরে বাস থেকে নামেন নিরেশা। এসময় হঠাৎ মাথা ঘুরে গেলে পড়ে যান তিনি। এসময় ওই বাসের নিচেই চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
আরএ