ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সিলেটে বিমানের সিটের নিচে সাড়ে ৪ কেজি স্বর্ণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৪, মার্চ ৩১, ২০১৮
সিলেটে বিমানের সিটের নিচে সাড়ে ৪ কেজি স্বর্ণ ফাইল ফটো

সিলেট: সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ৪০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা।

শনিবার (৩১ মার্চ) দুপুর ১২টায় দুবাই থেকে সিলেটে আসা বিমানের বিজি২৪৮ ফ্লাইটের একটি সিটের নিচে এ স্বর্ণ পাওয়া যায়। বারগুলোর ওজন প্রায় ৪ কেজি ৬০০ গ্রাম বলে জানাচ্ছেন কর্মকর্তারা।

ওসমানী বিমানবন্দরের সিকিউরিটি ইনচার্জ নজরুল ইসলাম বাংলানিউজকে জানিয়েছেন, ফ্লাইটটি অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি করে এ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
এনইউ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।