ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

খুলনায় জালিয়াতির অভিযোগে ২ আইনজীবীসহ আটক ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১২, মার্চ ৩০, ২০১৮
খুলনায় জালিয়াতির অভিযোগে ২ আইনজীবীসহ আটক ৩

খুলনা: খুলনায় ওকালতনামা, বেইলবন্ড ও বার কাউন্সিলের স্টিকার জালিয়াতির অভিযোগে দুই আইনজীবীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- অ্যাডভোকেট জিএম শাহাদাৎ হোসেন, অ্যাডভোকেট এস এম আরিফুর রহমান ও জেলা বারের অফিস সহকারী মো. মারুফ।

শুক্রবার (৩০ মার্চ) রাত ১২টায় খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সুবেন্দ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে রাত ১০টার দিকে তাদেরকে খুলনা সদর থানায় হস্তান্তর করেন জেলা আইনজীবী সমিতির নেতারা।

আইনজীবী সমিতির নেতা ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চক্রটি জালিয়াতি করে আসছিলো। বিষয়টি নিয়ে বারের নেতারা গোপনে তদন্ত করেন। পরে আইনজীবী সমিতির পিয়ন মারুফের সূত্র ধরে জালিয়াতি চক্রের চার সদস্যকে সনাক্ত করা হয়। এদেরমধ্যে তিনজনকে আটক করা হয়েছে। অপর সদস্য নারী আইনজীবী বিউটি আক্তার পলাতক রয়েছেন।

জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক আলামিন উকিল জানান, আটকদের কাছ থেকে ৪৪টি ওকালতনামা, ৪৪টি বার কাউন্সিল স্টিকার, ২৯টি বেইলবন্ড ও নকল সিল উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা,  মার্চ ৩১ , ২০১৮
এমআরএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।