ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বেনাপোলে গাঁজাসহ কলেজ ছাত্র আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৯, মার্চ ৩০, ২০১৮
বেনাপোলে গাঁজাসহ কলেজ ছাত্র আটক

বেনাপোল (যশোর): বন্দরনগরী বেনাপোল এলাকা থেকে এক কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ আরিফ হাসান (১৮) নামে এক কলেজ ছাত্রকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (৩০ মার্চ) বিকাল ৫টার দিকে সীমান্তের কাগজ পুকুর বাজার থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে।

আটক আরিফ হাসান বেনাপোল পোর্ট থানার কাগজ পুকুর গ্রামের নুর ইসলামের ছেলে এবং বেনাপোল কলেজের প্রথম বর্ষের ছাত্র।

বিজিবি জানায়, গোপন সূত্রের ভিত্তিতে খবর আসে মাদক চোরাচালানকারীরা বিপুল পরিমাণ গাঁজা নিয়ে কাগজ পুকুর মোড়ে অবস্থান করছে। পরে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে আরিফকে আটক করে। পরে তার হাতে থাকা কলেজ ব্যাগ থেকে এক কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।

বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বাংলানিউজকে জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৩১ মার্চ) দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হবে তাকে।

বাংলাদেশ সময়ঃ ২২৪০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
এজেডএইচ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।