ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঘূর্ণিঝড়ে চাঁদপুরে কোটি টাকার ব্যানার-ফেস্টুন সড়কে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, মার্চ ৩০, ২০১৮
ঘূর্ণিঝড়ে চাঁদপুরে কোটি টাকার ব্যানার-ফেস্টুন সড়কে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: ১ এপ্রিল চাঁদপুর শহর ও হাইমচর উপজেলায় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে শহরের বাবুরহাট থেকে শুরু করে পুরান বাজার এলাকায় কমপক্ষে দেড় কোটি টাকার বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন সাঁটানো হয়েছে সড়কের দু’পাশে। হঠাৎ ঘূর্ণিঝড়ে এসব ব্যানার-ফেস্টুন ছিড়ে ধুমড়ে-মুছড়ে সড়কে পড়ে আছে।

শুক্রবার (৩০ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়ায় মাত্র ২০ মিনিটের মধ্যে এসব ক্ষয়ক্ষতি হয়। শহরের কুমিল্লা সড়ক, স্টেডিয়াম রোড, মিশন রোড ঘুরে এ ধরনের চিত্র দেখা গেছে।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ড. মো. হাসান খান বাংলানিউজকে বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আনন্দ, উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। প্রায় ২ সপ্তাহ আগ থেকে এসব ব্যনার, পোস্টার ও বিলবোর্ড সাঁটানো হয়েছে সড়কের দু’পাশে। প্রধামন্ত্রীকে স্বাগত জানান এবং চাঁদপুরবাসী তাকে বরণ করবে এটিই ছিল উদ্দেশ্য। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে বিরাট ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।