বৃহস্পতিবার (২৯ মার্চ) দিনগত রাতে রাজধানীর শান্তিনগরের ৪১ চামেলীবাগ ‘গ্রিন পিস’ নামে একটি বহুতল ভবনে এ দুর্ঘটনা ঘটে।
শিপলু রহমান খান ও উম্মে সালমা রহমানের দুই সন্তানের মধ্যে বড় মেয়ে আলভিরা।
শুক্রবার (৩০ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে বিষয়টি জানান।
তিনি বলেন, শিপলু ও তার স্ত্রী বৃহস্পতিবার রাত ১০টার দিকে মেয়ে আলভিরাকে নিয়ে নিচে নামার জন্য লিফটের সামনে দাঁড়ান। লিফট আসলেও সেটার কল ছিল উপরে। কিন্তু শিশু আলভিরা কিছু না বুঝে লিফটে খানিকটা ঢুকে পড়ে। লিফটের সেন্সর কাজ না করায় লিফটের দরজায় আটকে যায়। ওই অবস্থাতেই লিফটি কিছুটা উঠে যায় এবং কিছুক্ষণ পর সেন্সর কাজ করায় লিফটি থেমে যায়। কিন্তু ততক্ষণে আলভিরার মাথায় গুরুতর আঘাত লাগে।
এরপর খবর পেয়ে পল্টন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত শিশুটিকে উদ্ধার করে স্কয়ার হাসপাতালে নিয়ে যায়। তবে, সেখানকার কর্তব্যরত চিকিৎসক আলভিরাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো মামলা বা অভিযোগ করা হয়নি বলেও জানান পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম।
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
পিএম/জিপি