ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মায়ের জন্মদিনে মেয়ের প্রাণ কেড়ে নিলো লিফট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০০, মার্চ ৩০, ২০১৮
মায়ের জন্মদিনে মেয়ের প্রাণ কেড়ে নিলো লিফট বাবা-মার সাথে শিশু আলভিরা রহমান

ঢাকা: মায়ের জন্মদিন উপলক্ষে পরিবারের সঙ্গে বাইরে রাতের খাবার খেতে যাচ্ছিলো শিশু আলভিরা রহমান (১০)। ১৫ তলার বাসা থেকে নিচে নামার সময় ত্রুটিপূর্ণ লিফটের চাপা পড়ে প্রাণ যায় আলভিরার। মায়ের জন্মদিনের আনন্দ মূহুর্তেই রূপ নেয় বিশাদে।

বৃহস্পতিবার (২৯ মার্চ) দিনগত রাতে রাজধানীর শান্তিনগরের ৪১ চামেলীবাগ ‘গ্রিন পিস’ নামে একটি বহুতল ভবনে এ দুর্ঘটনা ঘটে।

শিপলু রহমান খান ও উম্মে সালমা রহমানের দুই সন্তানের মধ্যে বড় মেয়ে আলভিরা।

শিপলু পরিবারসহ ‘গ্রিন পিস’ ভবনটির পনের তলায় প্রায় দশ বছর ধরে বসবাস করছেন।

শুক্রবার (৩০ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে বিষয়টি জানান।  

তিনি বলেন, শিপলু ও তার স্ত্রী বৃহস্পতিবার রাত ১০টার দিকে মেয়ে আলভিরাকে নিয়ে নিচে নামার জন্য লিফটের সামনে দাঁড়ান। লিফট আসলেও সেটার কল ছিল উপরে। কিন্তু শিশু আলভিরা কিছু না বুঝে লিফটে খানিকটা ঢুকে পড়ে। লিফটের সেন্সর কাজ না করায় লিফটের দরজায় আটকে যায়। ওই অবস্থাতেই লিফটি কিছুটা উঠে যায় এবং কিছুক্ষণ পর সেন্সর কাজ করায় লিফটি থেমে যায়। কিন্তু ততক্ষণে আলভিরার মাথায় গুরুতর আঘাত লাগে।

এরপর খবর পেয়ে পল্টন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দ্রুত শিশুটিকে উদ্ধার করে স্কয়ার হাসপাতালে নিয়ে যায়। তবে, সেখানকার কর্তব্যরত চিকিৎসক আলভিরাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো মামলা বা অভিযোগ করা হয়নি বলেও জানান পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
পিএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।