ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কেরানীগঞ্জে বস্তিতে আগুন

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫০, মার্চ ৩০, ২০১৮
কেরানীগঞ্জে বস্তিতে আগুন কেরানীগঞ্জে বস্তিতে আগুন

কেরানীগঞ্জ: কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের কাঠুরিয়া এলাকায় একটি বস্তিতে আগুন লেগেছে।

শুক্রবার (৩০ মার্চ) রাত পৌনে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

স্থানীয় বাসিন্দা সোহেল বাংলানিউজকে বলেন, রাতে হঠাৎ করে বস্তিতে অাগুন লেগে যায়।

এরপর একে একে বস্তির ৬০টি ঘরে ও ২২টি দোকানে আগুন লেগে যায়।

কেরানীগঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্জ সজীব সরকার বাংলানিউজকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।  

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।