এদের মধ্যে, একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ ঝড়, শিলাবৃষ্টি শুরু হয়ে চলে সোয়া ৪টা পর্যন্ত।
বজ্রপাতে আহতরা হলেন- গুরুদাসপুর উপজেলার বিলহরিবাড়ী গ্রামের আইগরী (৪৫), জগিন্দনগর গ্রামের হাবিবুর রহমান (৩০), শরিফুল (২৪), কালাম (৪৫), বাবলু (২৮), সাজ্জাত (৫০) এবং খুজীপুরের আফছার আলী (৪০), মশিন্দা মাঝপাড়া গ্রামের নিলুফা বেগম (৪০), সাহাপুরের আয়েতুন (৬০)।
জোনাইল ইউপি চেয়ারম্যান তোজাম্মেল বাংলানিউজকে বলেন, এমন তীব্র শীলাবৃষ্টি অামি আগে কখনো দেখিনি। প্রাকৃতিকভাবে আমাদের যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে এদের স্বাভাবিক হতে অনেক সময় লাগবে। কারণ আমাদের ঘর-বাড়ি ও মাঠের ফসল এক সঙ্গে ক্ষতি হয়েছে।
ঊড়াইগ্রাম উপজেলার কৃষি কর্মকর্তা ইকবাল আহম্দে বাংলানিউজকে জানান, শনিবার (৩১ মার্চ) খোঁজ নিয়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হবে।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
এনটি