ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

১০ মিনিটের বৃষ্টিতে ডুবলো নারায়ণগঞ্জের সড়ক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৭, মার্চ ৩০, ২০১৮
১০ মিনিটের বৃষ্টিতে ডুবলো নারায়ণগঞ্জের সড়ক ১০ মিনিটের বৃষ্টিতে পানিতে তলিয়ে নারায়ণগঞ্জের সড়ক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আকাশে তখন সন্ধ্যা ৬টা। এসময় ঘন হয়ে মেঘের দেখা মেললো নারায়ণগঞ্জের আকাশে । পাঁচ মিনিটের মেঘ ঘন হয়ে চারিদিক অন্ধকার হয়ে গেলো। মুহুর্তেই দমকা বাতাসের সঙ্গে শুরু হলো বৃষ্টি। ঝুম বৃষ্টিতে সড়কে থাকা মানুষ থেকে শুরু করে ফুটপাতে বসা দোকানগুলো ভিজে একাকার হয়ে গেল।

শুক্রবার (৩০ মার্চ) সন্ধ্যায় প্রায় ১০ মিনিটের এই বৃষ্টিতে ভ্যাপসা গরম দূর হলেও পানিতে তলিয়ে গেছে নারায়ণগঞ্জের সড়ক।

স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ড্রেনের পানি নিষ্কাশন সমস্যার কারণেই এমন পানি জমেছে।

সরেজমিনে দেখা যায়, শহরের চাষাঢ়া, ডন চেম্বার, মিশনপাড়া, গলাচিপাসহ কয়েকটি এলাকার সড়ক পানির নিচে তলিয়ে গেছে।  

এদিকে বর্ষার শুরুতেই এবার এমন পানি জমায় নারায়ণগঞ্জবাসী নাসিকের দৃষ্টি আকর্ষণ করেছে। কারণ নাসিকের পানি অপসারণ ও ড্রেনেজ ব্যবস্থা যদি সচল না থাকে তবে বৃষ্টিতে এবার শহরের মানুষের পানি জমে চলাচলে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হবে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।