শুক্রবার (৩০ মার্চ) সন্ধ্যায় প্রায় ১০ মিনিটের এই বৃষ্টিতে ভ্যাপসা গরম দূর হলেও পানিতে তলিয়ে গেছে নারায়ণগঞ্জের সড়ক।
স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ড্রেনের পানি নিষ্কাশন সমস্যার কারণেই এমন পানি জমেছে।
সরেজমিনে দেখা যায়, শহরের চাষাঢ়া, ডন চেম্বার, মিশনপাড়া, গলাচিপাসহ কয়েকটি এলাকার সড়ক পানির নিচে তলিয়ে গেছে।
এদিকে বর্ষার শুরুতেই এবার এমন পানি জমায় নারায়ণগঞ্জবাসী নাসিকের দৃষ্টি আকর্ষণ করেছে। কারণ নাসিকের পানি অপসারণ ও ড্রেনেজ ব্যবস্থা যদি সচল না থাকে তবে বৃষ্টিতে এবার শহরের মানুষের পানি জমে চলাচলে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হবে।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
এসআরএস