তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। কেরানীগঞ্জে বিসিক শিল্প নগরীতে গ্যাস সংযোগ দেওয়ার জন্য ১৮০০ কোটি টাকা ব্যয়ে গ্যাসের নতুন লাইন স্থাপন করা হচ্ছে।
স্পেনের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক ‘কমিটমেন্ট টু দ্যা নাম্বার অব দ্যা সিভিল মেরিট অর্ডার’ পুরস্কার পাওয়ায় শুক্রবার (৩০ মার্চ) বিকেল ৪টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেয় শুভাঢ্যা ইউনিয়নের জনগণ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাস করে। কিন্তু বিগত সময়ে বিএনপি জোট সরকার গঠন করে উন্নয়নের নামে লুটপাটের রাজনীতি করেছে। আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসতে না পারলে এ উন্নয়ন লুটপাট হয়ে যাবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা মার্কার কোনো বিকল্প নেই।
নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন- তেঘরিয়া ইউপির চেয়ারম্যান মো. জজ মিয়া, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন রাজিব, সাবেক সহ সভাপতি এইচ এম মেহেদী হাসান, দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিরাজুর রহমান সুমন, সাধারণ সম্পাদক রমজান আলী মেম্বর ও কোণ্ডা ইউপির সদস্য মো. রফিক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
আরবি/