ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা আতিকুর রহমান আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৩, মার্চ ৩০, ২০১৮
কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা আতিকুর রহমান আর নেই

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আব্দুল্লাপুরের মুক্তিযোদ্ধা আতিকুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শুক্রবার (৩০ মার্চ) সকালে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার একটি ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৪) বছর।

তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

মৃতের ভাতিজা আমিনুর রহমান বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে তিনি ব্রেন টিউমারে ভুগছিলেন।

তিনি আরো জানান, শুক্রবার রাত ৯টায় পূর্ব আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।