ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পাবনায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, আহত ৩০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৫, মার্চ ৩০, ২০১৮
পাবনায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, আহত ৩০ পাবনায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, আহত ৩০

পাবনা: পাবনার চাটমোহর, সুজানগর ও বেড়া উপজেলায় ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও শিলার আঘাতে চাটমোহরে ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিরা অন্য জায়গায় চিকিৎসা নিয়েছেন।

শুক্রবার (৩০ মার্চ) বিকেল ৩টা থেকে আকাশ মেঘলা হয়। এরপর থেকে শুরু হয় শিলাবৃষ্টি।

 পাবনায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, আহত ৩০
সরেজমিনে দেখা যায়, শিলাবৃষ্টিতে চাটমোহর উপজেলা সদর, কুমাড়পাড়া, কাথুলি, মথুরাপুর, বালুচর, সুজানগর উপজেলার ভুরকুলিয়া, ভাটিকয়া, শাড়ির ভিটা, সৈয়দপুর, আহম্মেদপুর, বোয়ালিয়া ও রানিনগর, বেড়া উপজেলার আমিনপুর, কাশিনাথপুর এবং ফরিদপুর উপজেলার বেশ কিছু এলাকায় ধান ও পেঁয়াজসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।  

পাবনার সুজানগর উপজেলার কৃষক শাজান মোল্লা বাংলানিউজকে বলেন, আমার ৪০ বছর জীবনে এই প্রথম এতো পরিমাণ শিলাবৃষ্টি দেখলাম। আমার ধান ও পিঁয়াজের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে পারবো না। আমাদের এই বিল ও নদী এলাকায় যে পরিমাণ পিঁয়াজ ও ধান হয় সেটা দিয়ে আমরা সারা বছর চলি। এখন কি করে চলবো বুঝতে পারছি না।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।