ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সোনারগাঁওয়ে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৯, মার্চ ৩০, ২০১৮
সোনারগাঁওয়ে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শিলাবৃষ্টি ও ঝড়ে ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। 

শুক্রবার (৩০ মার্চ) সন্ধ্যায় সোনারগাঁওয়ের ওপর দিয়ে ঝড় ও শিলা বৃষ্টি বয়ে যায়।  এ সময় শিলাবৃষ্টিতে আম-লিচুসহ মৌসুমি বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়।

এতে করে কৃষকরা তাদের প্রত্যাশিত ফলন না পাওয়ার আশঙ্কা করছেন।  

সোনারগাঁওয়ের বারদী, বৈদ্যেরবাজার, সনমান্দি, জামপুর, মোগরাপাড়া, পিরোজপুর নোয়াগাঁওসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকের লাখ লাখ টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামের কৃষক আব্দুল খালেক ও মুজিবুর রহমান বাংলানিউজকে জানান, বছরের প্রথম থেকেই খরা শুরু হয়েছে। প্রত্যাশিত বৃষ্টির আশায় ছিলাম। বৃষ্টি এসেছিল। সঙ্গে নিয়ে আসে শিলাবৃষ্টি। এতে ভালোর চেয়ে মন্দটাই হয়েছে বেশি। শিলাবৃষ্টিতে আম লিচুসহ মৌসুমি বিভিন্ন সবজির কুড়ি নষ্ট হয়ে যায়।
 
সোনারগাঁও পৌরসভার উত্তর ষোলপাড়া গ্রামের কৃষক আশেক আলী বাংলানিউজকে বলেন, শিলাবৃষ্টির কারণে আম ও লিচুর মুকুল ঝড়ে গেছে। এতে করে প্রত্যাশিত ফলন আশা করা যাচ্ছে না।  

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।