ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শিলার আঘাতে পার্বতীপুরে নিহত ১

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০১, মার্চ ৩০, ২০১৮
শিলার আঘাতে পার্বতীপুরে নিহত ১ শিলা

পার্বতীপুর(দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় শিলার আঘাতে সৈয়দ আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এছাড়া লণ্ডভণ্ড হয়ে গেছে পুরো উপজেলা।

শুক্রবার (৩০ মার্চ) দুপুর ১২টার থেকে ১২.১০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে। নিহত সৈয়দ আলীর বাড়ি উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চৈতাপাড়া গ্রামে।

এদিকে, মাত্র ১০ মিনিটের শিলা বৃষ্টির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার হাজার হাজার বাড়ি-ঘর, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান। আহতদের মধ্যে অর্ধশত মানুষকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে দেখা গেছে।

শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান তাজ বেকারির টিনের ছাউনি শিলার আঘাতে চৌচির হয়ে গেছে। এতে নষ্ট হয়ে গেছে লক্ষাধিক টাকার খাদ্য সামগ্রী। একই অবস্থা শাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, জোনাকী ফুড ভিলেজসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের।
উপজেলার চন্ডিপুর, মোমিনপুর, মন্মথপুর, বেলাইচন্ডিসহ ১০ ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি বাড়ি-ঘরের টিন ভেদ করে শিলা প্রবেশ করেছে ঘরে। বোরো ধানের ক্ষতি না হলেও সবজি বাগানের ক্ষতি হয়েছে প্রচুর। মারা গেছে বিভিন্ন প্রজাতির পাখি।

চন্ডিপুর ইউনিয়নের মুন্সীপাড়া গ্রামের প্রবীণ ব্যক্তি আব্দুল মজিদ (৬৫) বাংলানিউজকে জানান, তিনি তার জীবনে এতো বড় আকারের শিলা দেখেননি। প্রতিটি শিলার ওজন ছিল ৪শ’ গ্রামের ওপরে হবে।

নুরুল মজিদ হাইস্কুলের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম বাংলানিউজকে জানান, তার বিদ্যালয়ের প্রতিটি কক্ষের টিনের চালা শিলার আঘাতে ফুটো হয়ে গেছে। ফের বৃষ্টি হলে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস নেওয়া সম্ভব হবে না।

পার্বতীপুর পৌরসভার কাউন্সিলর জাহাঙ্গীর আলম বলেন, পৌর এলাকার কুলিপাড়া, বাবুপাড়া, সাহেব পাড়া এলাকার নিম্ম আয়ের মানুষের টিনের ঘরের চালা ফেটে গেছে। অনেকেই মাথা গোঁজার ঠাঁই হারিয়ে ফেলেছেন।

উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রায়হান আলী বাংলানিউজকে জানান, শিলা বৃষ্টির পর হাসপাতালে এসে ২০ জনের মতো ব্যক্তিকে চিকিৎসা দিয়েছেন। অধিকাংশ নারী-পুরুষের মাথা ফেটে গেছে শিলার আঘাতে। ল্যাম্ব মিশনারী হাসপাতালেও ২৫ জনের মতো নারী-পুরুষের চিকিৎসা নেওয়ার খবর পাওয়া গেছে।

এ দিকে শিলা বৃষ্টির পর শহরের টিনের দোকানগুলোতে ভিড় বেড়ে গেছে।

কালিকাবাড়ী গ্রামের মোস্তাকিম সরকার বলেন, শিলা বৃষ্টির সুযোগে টিনের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। প্রতি বান্ডিল টিনের দাম হঠাৎ করে ৫শ’ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে।

পার্বতীপুর উপজেলা ত্রাণ কর্মকর্তা তাজুল ইসলাম শিলা বৃষ্টিতে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পার্বতীপুরে ১০ ইউনিয়ন ও পৌরসভায় শিলা বৃষ্টি আঘাত হেনেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বসতবাড়ী শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানের টিনের ছাউনি। ক্ষয়ক্ষতি নিরুপনের কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।