শুক্রবার (৩০ মার্চ) বিকেল ৫টার দিকে হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় ১৫ মিনিটের অবিরাম শিলাবৃষ্টিতে মাঠের বোরো ধান, পাকা গম, ভুট্টা, সবজির বীজসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়।
বামুন্দী ইউনিয়নের দেবীপুর গ্রামের কৃষক সুজাউদ্দীন, লালন হোসেন ও অারিফুল ইসলাম বাংলানিউজকে বলেন, এই শিলাবৃষ্টিতে মাঠের বোরো ধানসহ উঠতি ফসল সব শেষ হয়ে গেছে।
রামনগর গ্রামের ইমরুল ইসলাম বাংলানিউজকে বলেন, এতো পরিমাণ শিলাবৃষ্টি অামার জীবনে দেখিনি। গ্রামের সমস্ত টিনের ঘর ফুটো হয়ে গেছে। মাঠের বোরো ধান, সবজি ফসল, ভুট্টা ও গম ক্ষেত মাটির সঙ্গে মিশে গেছে।
মেহেরপুর জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ ড. অাক্তারুজ্জামান বাংলানিউজকে জানান, গাংনী উপজেলার কয়েকটি ইউনিয়নে শিলাবৃষ্টি হয়েছে। এতে
৮৫০ হেক্টর জমির বোরো ধান, ৪০০ হেক্টর জমির ভুট্টা, ১৫ হেক্টর জমির আম ও ৫ হেক্টর জমির মরিচের ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
এনটি