ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গাংনীতে শিলাবৃষ্টিতে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫১, মার্চ ৩০, ২০১৮
গাংনীতে শিলাবৃষ্টিতে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি গাংনীতে শিলাবৃষ্টিতে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টিতে বোরো ধানসহ উঠতি ফসল ও টিনের ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে।

শুক্রবার (৩০ মার্চ) বিকেল ৫টার দিকে হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় ১৫ মিনিটের অবিরাম শিলাবৃষ্টিতে মাঠের বোরো ধান, পাকা গম, ভুট্টা, সবজির বীজসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়।

 

বামুন্দী ইউনিয়নের দেবীপুর গ্রামের কৃষক সুজাউদ্দীন, লালন হোসেন ও অারিফুল ইসলাম বাংলানিউজকে বলেন, এই শিলাবৃষ্টিতে মাঠের বোরো ধানসহ উঠতি ফসল সব শেষ হয়ে গেছে।  

রামনগর গ্রামের ইমরুল ইসলাম বাংলানিউজকে বলেন, এতো পরিমাণ শিলাবৃষ্টি অামার জীবনে দেখিনি। গ্রামের সমস্ত টিনের ঘর ফুটো হয়ে গেছে। মাঠের বোরো ধান, সবজি ফসল, ভুট্টা ও গম ক্ষেত মাটির সঙ্গে মিশে গেছে।

মেহেরপুর জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ ড. অাক্তারুজ্জামান বাংলানিউজকে জানান, গাংনী উপজেলার কয়েকটি ইউনিয়নে শিলাবৃষ্টি হয়েছে। এতে
৮৫০ হেক্টর জমির বোরো ধান, ৪০০ হেক্টর জমির ভুট্টা, ১৫ হেক্টর জমির আম ও ৫ হেক্টর জমির মরিচের ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।