গ্রেফতারকৃতরা হলেন- মো. রায়হান (২৭) ও পলাশ ওরফে ইনজেকশন পলাশ (২৬)।
শুক্রবার (৩০ মার্চ) বিকেলে র্যাব থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর টাউন হল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র্যাবের দুই সহকারী পুলিশ সুপার (এএসপি) হাফিজুল ইসলাম বাবু ও মাহবুব উল আলম অভিযানের নেতৃত্ব দেন।
এতে আরো জানানো হয়, গ্রেফতারকৃত দু’আসামিকে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
এর আগে গত ২০ মার্চ (মঙ্গলবার) বিকেলে নগরীর রুটিওয়ালাপাড়া এলাকার নির্মাণাধীন একটি ভবনে ছুরিকাঘাত করে স্বপন সরকারকে (৩৫) হত্যা করে পালিয়ে যায় খুনিরা।
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
এমএএএম/জেডএস