শুক্রবার (৩০ মার্চ) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। মকবুল ওই গ্রামের মসলেম উদ্দিনের ছেলে।
পাবনার সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) তাপস কুমার পাল জানান, দীর্ঘদিন ধরে মকবুলের সঙ্গে তার ভাই আবুল হোসেনের জমিসহ নানা কারণে পারিবারিক বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার দুপুরে আবুল হোসেনের সঙ্গে মকবুলের বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে আবুল হোসেনের ছেলে শহিদুল হাতুড়ি দিয়ে চাচা মকবুলের মাথায় আঘাত করেন। গুরুতর আহত মকবুলকে স্বজনরা উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ নিহত মকবুলের ভাই আবুল হোসেনের তিন ছেলে শহিদুল ইসলাম, আমিন উদ্দিন ও সোহেল রানাকে আটক করেছে।
তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
আরবি/