মাদারীপুর: ঝড়ো বাতাসের কারণে দুর্ঘটনা এড়াতে শিবচরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটের লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে।
হঠাৎ করেই প্রচণ্ড বাতাস শুরু হওয়ায় শুক্রবার (৩০ মার্চ) বিকেল পৌনে ৫টা থেকে বন্ধ রাখা হয় এ রুটে নৌযান চলাচল।
বিআইডব্লিউটিএ'র কাঁঠালবাড়ী ঘাটের টার্মিনাল পরিদর্শক এবিএস মাহমুদ বলেন, বিকেলের দিকে আকাশ মেঘলা হয়ে বাতাস শুরু হয়।
বাতাসের বেগ বাড়তে থাকলে এ নৌরুটে চলাচলরত সব লঞ্চ ও স্পিডবোট বন্ধ রাখা হয়। প্রকৃতি শান্ত না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে নৌ চলাচল।
এদিকে বিকেল থেকে লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় ঢাকাগামী যাত্রীরা অপেক্ষায় রয়েছে কাঁঠালবাড়ী ঘাটে। যাত্রীদের ভীড় ক্রমান্বয়ে বাড়ছে।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।