এরপর উত্তরা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে শিয়ালটিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।
শুক্রবার (৩০ মার্চ) সকালে উত্তরার ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের ৮১ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম জানান, শিয়ালটি ছয়তলা বাড়িটির ভেতরে প্রবেশ করে দৌড়াদৌড়ি শুরু করে। এর ফলে বাসিন্দারা আতঙ্কিত হয়ে নিজেরাই শিয়ালটিকে বের করার চেষ্টা করেন। এক পর্যায়ে ব্যর্থ হয়ে বাসিন্দারা বাড়ির নিচে নেমে আসেন এবং বাড়ির মালিক ‘৯৯৯’ এ ফোন করে সহায়তা চান।
ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর শিয়ালটিকে বাড়ির নিচতলা থেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। এরপর এটিকে উত্তরা ১৮ নম্বর সেক্টরের উন্মূক্ত স্থানে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, আমরা শিয়ালটিকে জীবিত উদ্ধার করতে চেয়েছিলাম। আবার বাসিন্দাদের নিরাপত্তার কথাও ভাবছিলাম। বেশ সতর্কতার সঙ্গে এ উদ্ধারকাজ সম্পন্ন করা হয়।
ধারণা করা হচ্ছে, শিয়ালটি ক্ষুধার্ত ছিলো। খাবারের সন্ধানে বাড়িতে ঢুকে বিপদে পড়ে এবং বাসিন্দাদের বিপত্তিতে ফেলে।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
পিএম/জেডএস