ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নীলফামারীতে শিলাবৃষ্টিতে ফসল ও বাড়িঘরের ব্যাপক ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৯, মার্চ ৩০, ২০১৮
নীলফামারীতে শিলাবৃষ্টিতে ফসল ও বাড়িঘরের ব্যাপক ক্ষতি পড়ে থাকা শিলা ও ক্ষতিগ্রস্ত ভুট্টা ক্ষেত

নীলফামারী: নীলফামারী জেলার উপর দিয়ে বয়ে যাওয়া শিলাবৃষ্টিতে ফসল ও বাড়িঘরের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। সেই সঙ্গে ইটভাটায় তৈরি কাঁচা ইটও নষ্ট হয়ে গেছে। শুক্রবার দুপুরে (৩০ মার্চ) বয়ে যায় এ ঝড় ও শিলাবৃষ্টি।

জেলার ডোমার ও ডিমলায় ১২টি ইউনিয়নের প্রায় ৩৫০ বসত ঘরের টিনের চাল শিলার আঘাতে ফুটো হয়ে গেছে। এছাড়া, ডিমলায় শিলা বৃষ্টিতে তিনজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ডোমারে ক্ষতিগ্রস্ত ইউনিয়নগুলো হলো- কেতকিবাড়ী, গোমনাতী, ভোগডাবুড়ি, বামনিয়া ও পাঙ্গা মটুকপুর।

এদিকে, ডিমলার ক্ষতিগ্রস্ত ইউনিয়নগুলো হলো- বালাপাড়া, পশ্চিম ছাতনাই, পূর্ব ছাতনাই, গয়াবাড়ী ও খগাখড়িবাড়ী।

জেলা কৃষি বিভাগের তথ্য মতে, হঠাৎ ভারী শিলা বৃষ্টির কারণে জেলার ডোমার ও ডিমলা উপজেলায় ভুট্টা, মরিচ, পেঁয়াজ, বোরো ক্ষেতসহ বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে।

শিলা বৃষ্টির সময় মাঠ থেকে বাড়ি ফেরার পথে ডিমলার বালাপাড়া ইউনিয়নের চিত্তরঞ্জন, মিনা বেগম ও রমজান আলী নামের তিনজন আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

অপরদিকে, জেলার জলঢাকা উপজেলার গোলনা, শিমুলবাড়ী, মিরগঞ্জ ইউনিয়নে ও সৈয়দপুরে হালকা ও মাঝারি ধরনের শিলা বৃষ্টি হয়েছে।

নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ বলেন, প্রত্যেকটি উপজেলার নির্বাহী কর্মকর্তাকে সরেজমিন পরিদর্শন করে সঠিক তথ্য ও ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।