ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় খেলা নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৪, মার্চ ৩০, ২০১৮
ব্রাহ্মণবাড়িয়ায় খেলা নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে জখম শেখ শাকিল

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধকে কেন্দ্র করে শেখ শাকিল (২৮) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। 

শুক্রবার (৩০ মার্চ) দুপুরে শহরের মধ্য মেড্ডার সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে। শাকিল ওই এলাকার হিরা মিয়ার ছেলে।

 

শাকিলের মা হাজেরা বেগম বাংলানিউজকে জানান, দুপুরে প্রতিবেশী মেহেদীসহ কয়েক যুবকের সঙ্গে বাড়ির সামনের মাঠে ক্রিকেট খেলছিলেন তার নাতি সাগর। এসময় সাগরের সঙ্গে মেহেদীর তর্ক হলে শাকিল তাদের থামাতে যান। এতে ক্ষিপ্ত হয়ে মেহেদী, ব্যাংগা জুয়েল, সাদ্দাম ও পারভেজ তাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করেন। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।