ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কুয়াকাটায় জেলেদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৭, মার্চ ৩০, ২০১৮
কুয়াকাটায় জেলেদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা কুয়াকাটায় জেলেদের প্রশিক্ষণ কর্মশালা, ছবি: বাংলানিউজ

পটুয়াখালী: কুয়াকাটায় গভীর সমুদ্রগামী জেলেদের দুই দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩০ মার্চ) সকাল ১০টায় পর্যটন মোটেল যুব পান্থনিবাসের হল রুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ শেষে ৬৫জন প্রশিক্ষাণার্থী জেলের মধ্যে ওষুধ ও ফাস্ট-এইড বক্স বিতরণ করা হয়।

দুই জন প্রশিক্ষকের মাধ্যমে দুই দিনে ১৪ ঘণ্টা প্রশিক্ষণ দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ ঢাকা সিটির সভাপতি জিয়া উদ্দীন হাসান, চার্টার প্রেসিডেন্ট কামরুজ্জামান খান টিপু, রোটারি ক্লাব অফ কুয়াকাটা বিচের সভাপতি মোতলেব শরীফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।