শুক্রবার (৩০ মার্চ) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের অফিস সহকারী আনোয়ার হোসেন এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার (২৯ মার্চ) সন্ধ্যার দিকে তাকে আটক করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় কান্দাপাড়া হাটখোলা এলাকায় অভিযান চালিয়ে ফরহাদকে আটক করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। এছাড়া তিনি সংঘবদ্ধ অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
আরবি/