ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে যান চলাচলে ধীর গতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৫, মার্চ ৩০, ২০১৮
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে যান চলাচলে ধীর গতি মুন্সীগঞ্জের ম্যাপ

মুন্সীগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার জুড়ে যানবাহন চলাচলে ধীর গতি দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

মহাসড়কের ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, শুক্রবার (৩০ মার্চ) সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বেশি। এছাড়া মহাসড়কের মুগদাপাড়া, কাঁচপুর, মদপুর এলাকাগুলোতে সড়ক ও জনপথ বিভাগের রাস্তা সংস্কারের কাজ চলায় এক লেন দিয়ে যানবাহন চলাচল করছে।

ফলে ধীরগতি দেখা দিয়েছে যানবাহন চলাচলে। এতে সকাল থেকেই মহাসড়কে ঢাকা ও কুমিল্লাগামী যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।