ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কেরানীগঞ্জে বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫২, মার্চ ৩০, ২০১৮
কেরানীগঞ্জে বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শুক্রবার (৩০ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত দক্ষিণ কেরানীগঞ্জ থানার পারগেণ্ডারিয়া ও মিরেরবাগ এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএ’র ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন এবং ঢাকা নদী বন্দরের নৌ সংরক্ষণ ও পরিচালনের (নৌসওপ) যুগ্ম পরিচালক আব্দুস সালাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিএ‍’র উপ পরিচালক মো. মিজানুর রহমান, সহকারী পরিচালক নূর হোসেন ও আসাদুজ্জামান।

যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন বাংলানিউজকে বলেন, সকালে ওই এলাকায় থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে নজরুল ইসলাম খান ও গোলাম কিবরিয়া টিপুর মালিকানাধীন দু’টি ডক ইয়ার্ডের সীমানা প্রাচীর ও কয়েকটি পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ডক ইয়ার্ড দু’টি বালু ফেলে নদী ভরাট করে নদীর গতিপথ বদলে দিয়েছিল। ওই বালু অপসারণ করে নদীর জায়গা উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।