ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কুষ্টিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৩, মার্চ ৩০, ২০১৮
কুষ্টিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। 

শুক্রবার (৩০ মার্চ) সকাল ১১টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ছয় মাইল শিমুলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সকালে ছয় মাইল শিমুলতলা নামক স্থানে বরিশাল থেকে রংপুরগামী তুহিন নামে একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ট্রাকের চালক ও বাসের কমপক্ষে ১৪ যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন আহতের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।