শুক্রবার (৩০ মার্চ) সকালে উপজেলার মধুপুরের চেংমারি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মোস্তাক দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ঘাসুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে চেংমারি বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ মোস্তাক আলিকে আটক করা হয়। সে দিনাজপুরের হাকিমপুর থেকে ইয়াবার চালান নিয়ে রংপুরের বিক্রি করতো।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটক মাদক বিক্রেতা মোস্তাক আলির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
জিপি