ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩০, মার্চ ৩০, ২০১৮
ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

শুক্রবার (৩০ মার্চ) সকালে সদর উপজেলার প্রায় সব এলাকায় এ শিলাবৃষ্টি হয়।

শিবগঞ্জের বিশ্বাসপুর গ্রামের তরমুজ চাষি হেলাল বলেন, শিলাবৃষ্টিতে তরমুজের ব্যাপক ক্ষতি হয়েছে।

যতোগুলো ফল এসেছিলো সবগুলো নষ্ট হয়ে যাবে এবং কিছু কিছু গাছ নষ্ট হয়ে গেছে।

সদর উপজেলার খড়িবাড়ি গ্রামের আসাদুল বলেন, শিলাবৃষ্টিতে কৃষকদের বেশি ক্ষতি হয়েছে। যেমন বোরো ধান, গম, আম ও লিচু বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। আমার নিজের লিচু বাগানের অসংখ্য ফল ঝরে গেছে শিলাবৃষ্টির কারণে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসলাম মোল্লা বলেন, সদর উপজেলা ছাড়াও জেলার সব উপজেলায় কোথাও কোথাও শিলাবৃষ্টি হয়েছে শুনেছি। তবে কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির কথা এখনো শুনিনি।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।