শুক্রবার (৩০ মার্চ) সকালে সদর উপজেলার প্রায় সব এলাকায় এ শিলাবৃষ্টি হয়।
শিবগঞ্জের বিশ্বাসপুর গ্রামের তরমুজ চাষি হেলাল বলেন, শিলাবৃষ্টিতে তরমুজের ব্যাপক ক্ষতি হয়েছে।
সদর উপজেলার খড়িবাড়ি গ্রামের আসাদুল বলেন, শিলাবৃষ্টিতে কৃষকদের বেশি ক্ষতি হয়েছে। যেমন বোরো ধান, গম, আম ও লিচু বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। আমার নিজের লিচু বাগানের অসংখ্য ফল ঝরে গেছে শিলাবৃষ্টির কারণে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসলাম মোল্লা বলেন, সদর উপজেলা ছাড়াও জেলার সব উপজেলায় কোথাও কোথাও শিলাবৃষ্টি হয়েছে শুনেছি। তবে কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির কথা এখনো শুনিনি।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
আরবি/