সেলিম টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকার ছফর আহমদের ছেলে।
শুক্রবার (৩০ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিৎ বড়ুয়া বাংলানিউজকে জানান, হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং অলি আহমদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী একটি ঝোপ থেকে দেশীয় এলজি উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে দুইটি ডাকাতি ও একটি অস্ত্র মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
ওএইচ/