ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২২, মার্চ ৩০, ২০১৮
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বাগেরহাট: বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। শুক্রবার (৩০ মার্চ) বিকেল ও দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বাগেরহাটের মোরেলগঞ্জ-সাইনবোর্ড আঞ্চলিক মহাসড়কের হাসেমখাঁর হাট এলাকায় পিকআপভ্যানের ধাক্কায় সুমন শেখ (২৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কবিরুল ইসলাম নামে আরও এক আরোহী।

তাকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত সুমন শেখ মোরেলগঞ্জ পৌরসভার সানকিভাঙ্গা এলাকার শেখ নুরুল হকের ছেলে।

অন্যদিকে, শরণখোলা আঞ্চলিক মহাসড়কে বাসের ধাক্কায় টমটম উল্টে ছয় পুণ্যার্থী গুরুতর আহত হয়েছেন। মোরেলগঞ্জ উপজেলার লক্ষ্মীখালীর গোপালসাধুর মেলা থেকে বাড়ি ফেরার পথে দুপুরে শরণখোলার ধানসাগর ইউনিয়নের চেয়ারম্যান ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন- গজেন হালদার (৮০), কল্পনা রাণী (৩০), অনিতা রাণী (৩৫), ভারতী রাণী (৪০) শিমু রাণী (২৬) ও শিপন হালদার (৩০)। আহতদের বাড়ি শরণখোলা উপজেলা ধানসাগর ইউনিয়নের বড় রাজাপুর গ্রামে। তাদের শরণখোলা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন পিকআপের চালককে আটকের চেষ্টা চলছে।
 
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বাংলানিউজকে জানান, দুর্ঘটনার পর পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।