ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গ্রন্থাগারের ভবন উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৭, মার্চ ৩০, ২০১৮
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গ্রন্থাগারের ভবন উদ্বোধন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গ্রন্থাগারের ভবন উদ্বোধন শেষে দোয়া করা হয়

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা আর্দশ কলেজের প্রস্তাবিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বিজ্ঞান ও গ্রন্থাগারের নব নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩০ মার্চ) দুপুরে জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সোহরব হোসেন বিশ্বাস, নব নির্মিত ভবনের নির্মাতা (অর্থদানকারী) শিল্পপতি আওয়ামী লীগ নেতা শেখ মো. আমিনুর রহমান হিমু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা পারভীনসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।