শুক্রবার (৩০ মার্চ) দুপুরে তার নিজ বাসার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রহিত ওই এলাকার সরদার মোহাম্মদ লিটনের ছেল।
পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, রহিতের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পাওয়ায় পরিবারের সদস্যরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকল্প চাবি দিয়ে দরজা খুলে রহিতকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সিলিং ফ্যানের রডের সঙ্গে নাইলনের দড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে।
এরপর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
পিএম/জিপি