ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

তৃতীয় শ্রেণির ছাত্রী নিশুর হত্যাকারীদের ফাঁসি দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৭, মার্চ ৩০, ২০১৮
তৃতীয় শ্রেণির ছাত্রী নিশুর হত্যাকারীদের ফাঁসি দাবি নিশুর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন-ছবি-বাংলানিউজ

ঢাকা: লক্ষ্মীপুরের রামগঞ্জের নোয়াগাঁও গ্রামের তৃতীয় শ্রেণির ছাত্রী নুশরাত জাহান নিশুর (৮) ধর্ষক ও হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়েছেন এলাকাবাসীসহ লক্ষ্মীপুর জেলার সর্বস্তরের মানুষ।

শুক্রবার (৩০ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ঢাকাস্থ রামগঞ্জ ব্যবসায়ী সমিতির ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত  হয়।
 
মানববন্ধনে বক্তারা বলেন, দ্রুত সময়ে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ দেশের মানুষ এ ধরনের জঘন্য অপরাধীদের দেখতে চায় না, নতুন কোনো নরপশু দেখতে চায় না। দ্রুত বিচারের আওতায় এনে অপরাধীদের কঠিন শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ঘৃণ্য অপরাধ করার সাহস না পায়।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে তারা বলেন, র‌্যাব-পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রকৃত অপরাধী ধরতে কতটা সক্ষম, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতটা যোগ্যতা রয়েছে, মানুষের সেবায় তারা কতটা আন্তরিক লক্ষ্মীপুরের সাধারণ মানুষ তা দেখতে চায়।

গত ২৩ মার্চ দুপুরে রামগঞ্জ উপজেলার ২ নম্বর নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের কালু মিস্ত্রী বাড়ির প্রবাসী এরশাদ হোসেনের ৮ বছরের মেয়ে নুশরাত জাহান নিশু (৮) নিখোঁজ হয়। নিশু পশ্চিম নোয়াগাঁও ফয়েজে রাসুল নুরানী মাদ্রাসার ৩য় শ্রেণির ছাত্রী ছিলো। নিখোঁজের তিনদিন পর ২৬ মার্চ সকালে একই উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া ঠাকুরবাড়ীর সামনের ব্রিজের নিচ থেকে নিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে রামগঞ্জ থানা পুলিশ। নিহত শিশুর গলায় ফাঁসের চিহ্ন দেখতে পায় প্রত্যক্ষদর্শীরা।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, ময়নাতদন্তে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে, নিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

 মরদেহ উদ্ধারের পর রাতে নিহতের মা রেহানা বেগম রামগঞ্জ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। তবে এ ঘটনায় জড়িত কাউকে পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি।

 মানববন্ধনে উপস্থিত ছিলেন- এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সদস্য এমএ মোমেন পাটুয়ারী, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য, চেয়ারম্যান, প্যানেল-২  মো: শেখ ফরিদ, ইউনিয়ন আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি  ইকবাল হোসেন মানিক, লক্ষীপুর জেলা মুক্তিযোদ্ধা  প্রজন্ম লীগের সভাপতি কাজী মাসুদ রানা,  ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের উপ-অর্থ সম্পাদক এসএম মোজাম্মেল, উপজেলা ছাত্রলীগের জয়েন্ট সেক্রটারি ঈসমাইল হোসেন জুয়েল প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
এসএ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।