বৃহস্পতিবার (২৯ মার্চ) বিকেলে গাড়িযোগে মধ্যাঞ্চলীয় আল কাছিম শহর থেকে দুবাদমি শহরে যাওয়ার পথে এ দুর্ঘটনার কবলে পড়েন ইউসুফ।
তিনি পূর্ব দরবারপুর গ্রামের মজুমদার বাড়ির মৃত আব্দুল মতিনের ছেলে।
এ ঘটনায় আহত অপর বাংলাদেশির নাম মাসুম। তার বাড়ি গাজীপুরে। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের আত্মীয় সাইফুল ইসলাম মজুমদার বাংলানিউজকে বলেন, ইউসুফ দীর্ঘ ১৮ বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন। মরদেহটি বাংলাদেশে নিয়ে আশার জন্য বিভিন্ন প্রক্রিয়া করছের নিহতের স্বজনরা।
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
এসএইচডি/জিপি