ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গাজীপুরে জাল টাকা তৈরির কারখানা, আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২৮, মার্চ ৩০, ২০১৮
গাজীপুরে জাল টাকা তৈরির কারখানা, আটক ৩ জাল টাকাসহ আটক চক্রের তিন সদস্য, ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা এলাকায় জাল টাকা তৈরির কারখানায় অভিযান চালিয়ে পাঁচ লক্ষাধিক জাল টাকাসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

শুক্রবার (৩০ মার্চ) দুপুরে ওই জাল টাকা তৈরির কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে গাজীপুর পুলিশ লাইনে সংবাদ সম্মেলন করে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ এ তথ্য জানান।

এতে জানানো হয়, সিটি করপোরেশনের চান্দনা এলাকায় একটি ৪তলা বাড়িতে অভিযান চালায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ওই বাড়ির ৪তলার একটি ফ্লাটে জাল টাকা তৈরির কারখানার সন্ধান পায় পুলিশ। পরে ওই কারখানায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির ১৭টি বিভিন্ন আকারের ডাইস, একটি ল্যাপটপ, দু’টি প্রিন্টার, দু’টি লেমিনেটিং মেশিন, ১০০০ লেখা ও মনুষ্য আকৃতি ছবি ও লোগো সম্বলিত কালো রংয়ের ট্রেসিং পেপার, রঙ্গিন ফুয়েল পেপার, বিভিন্ন ক্যামিকেল, রং, সিল, স্ক্যানার, বিভিন্ন গামসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

এছাড়া ১০০০ টাকার ২৩৫টি জাল নোট, কাগজের উভয় পৃষ্ঠায় ছাপানো ১০০০ টাকার ১৫৬টি জাল নোট, কাগজের এক পৃষ্ঠায় ছাপানো ২০০টি ১০০০ টাকার জাল টাকার নোট উদ্ধার করা হয়।

এসময় জাল টাকা তৈরির চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৮
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।