শুক্রবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে শহরের বড়গাছা হাফরাস্তা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক আব্বাস আলী (৩৫) রাজশাহীর চারঘাট উপজেলার মিয়াপুর চাইপাড়া গ্রামের মৃত জারমান আলীর ছেলে ও ইউনুস আলী (২৪) একই গ্রামের আলী মুদ্দিনের ছেলে।
র্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প কমান্ডার মেজর শিবলী মোস্তফা বাংলানিউজকে জানান, আটকরা মাঝে মধ্যে চারঘাট এলাকা থেকে ফেনসিডিল নিয়ে নাটোরে পাইকারি বিক্রি করতে যান। সকালে তারা মোটরসাইকেলে করে ফেনসিডিল নিয়ে শহরের হাফরাস্তা এলাকায় বিক্রির জন্য অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
আরবি/