শুক্রবার (৩০ মার্চ) সকালে উপজেলার দাসপাড়ার সুশীল দাসের বাড়ির পেছনের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আসাদ মিয়া উপজেলার পশ্চিমপাড়া নন্দীহাটি গ্রামের আব্দুল খালেক ভূঁইয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২৯ মার্চ) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি আসাদ। শুক্রবার সকালে জঙ্গলে তার গলা কাটা মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বাংলানিউজকে জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
এসআই