ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে প্রেমিক যুগলের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১০, মার্চ ৩০, ২০১৮
ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে প্রেমিক যুগলের আত্মহত্যা ট্রেনে কাটা মরদেহ

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়ায় উপবন এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আদিবাসী প্রেমিক-প্রেমিকা ‍আত্মহত্যা করেছে।

শুক্রবার (৩০ মার্চ) ভোরে উপজেলার রাতগাঁও ইউনিয়নের নর্থন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুর দেড়টার দিকে কুলাউড়া রেলওয়ে পুলিশ মরদেহ দু’টি উদ্ধার করে।

নিহতরা হলো- উপজেলার মেরিনা চা বাগানের বাসিন্দা এভেন মারাকের মেয়ে সন্ধ্যা সাংমা (১৭) ও একই এলাকার আলেকজান্ডারের ছেলে জয়ন্ত রুরম (১৮)। নিহতদের মধ্যে সন্ধ্যা সাংমা দিলদারপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও জয়ন্ত রুরম কুলাউড়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানান, ভোরে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেন নর্থন এলাকা অতিক্রমকালে একাধিকবার হর্ন বাজাতে শোনা যায়। ধারণা করা হচ্ছে, এসময় তারা আত্মহত্যা করে থাকতে পারে। তাদের দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে এলাকাবাসী জানায়।

কুলাউড়া রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. মনির হোসেন বাংলানিউজকে জানান, নিহতরা গারো সম্প্রদায়ের। ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছে। তাদের সঙ্গে থাকা দু’টি মোবাইল ফোন ঘটনাস্থলে পাওয়া গেছে। মরদেহ দু'টি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠনোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।