ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

‘নির্বাচনের মাধ্যমে সরকার হলেই গণতন্ত্র আসবে না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৩, মার্চ ৩০, ২০১৮
‘নির্বাচনের মাধ্যমে সরকার হলেই গণতন্ত্র আসবে না’ আঞ্চলিক পরিকল্পনা সভায় বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার

বরিশাল: সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, শুধু নির্বাচনের মাধ্যমে সরকার হলেই দেশে গণতন্ত্র আসবে না। এজন্য ওই সরকার ক্ষমতায় থাকা কালে, আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধ করতে হবে। তবেই গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সমন্বয় কমিটির আয়োজনে বরিশাল বিভাগের- সব জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি, সম্পাদক ও সদস্যদের উপস্থিতিতে আঞ্চলিক পরিকল্পনা সভায় তিনি এসব কথা বলেন।

শুক্রবার (৩০ মার্চ) সকালে বরিশাল নগরীর আর্য্যলক্ষী ভবনের কীর্তনখোলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বদিউল আলম বলেন, মানুষ নিরপেক্ষভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের নিজস্ব মতামতের ভিত্তিতে পছন্দের প্রার্থীকে ভোটদিয়ে পাঁচ বছরের জন্য নির্বাচিত করবে। এ জন্য যাতে জনসাধারণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা যারা দেশ পরিচালনা করেণ তাদেরই করতে হবে। এজন্য সবাইকে কাজ করার আহ্বান জানান সুজন সম্পাদক।

বরিশাল বিভাগীয় সমন্বয় কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা আক্কাস হোসেনের সভাপতিত্বে বরিশাল বিভাগীয় পরিকল্পনা সভায় আরও বক্তব্য রাখেন- দিলিপ সরকার, সুজন বরিশাল বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য-সচিব কাজল ঘোষ, খেয়ালী গ্রুপ থিয়েটারের সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাংবদিক শুশান্ত ঘোষ, ভোলা জেলা সুজন’র সাধারণ সম্পাদক সাংবাদিক নাসির লিটন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।