বৃহস্পতিবার (২৯ মার্চ) রাত ১১টার দিকে ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আহতরা হলেন- হোসেন দেওয়ান (৬৫), রাকিব (৩৮), বিউটি বেগম (৪০), মোতাহারসহ (৩৫) আরো চারজন।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ কর্মকর্তা মো. আরিফুজ্জামান বাংলানিউজকে জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ঘরে থাকা স্বর্ণ, নগদ টাকা, টিভি, ফ্রিজসহ মূল্যবান সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ক্ষতির পরিমাণ ৩৫ লাখ টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
আরএ