ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সিরাজদিখানে অগ্নিকাণ্ডে ১০ বাড়ি পুড়ে ছাই, আহত ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০০, মার্চ ৩০, ২০১৮
সিরাজদিখানে অগ্নিকাণ্ডে ১০ বাড়ি পুড়ে ছাই, আহত ৮ পুড়ে যাওয়া বাড়ি ঘর

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অগ্নিকাণ্ডে ১০টি বসত ঘড় পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিভাতে গিয়ে এবং মালামাল সরাতে গিয়ে কমপক্ষে আটজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ মার্চ) রাত ১১টার দিকে ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আহতরা হলেন- হোসেন দেওয়ান (৬৫), রাকিব (৩৮), বিউটি বেগম (৪০), মোতাহারসহ (৩৫) আরো চারজন।

তাদের ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ কর্মকর্তা মো. আরিফুজ্জামান বাংলানিউজকে জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ঘরে থাকা স্বর্ণ, নগদ টাকা, টিভি, ফ্রিজসহ মূল্যবান সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ক্ষতির পরিমাণ ৩৫ লাখ টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।