বৃহস্পতিবার (২৯ মার্চ) রাত থেকে শুক্রবার (৩০ মার্চ) সকাল এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গভীর রাতে জেলার মাধবপুর উপজেলার তিনগাঁও এলাকায় অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ বাচ্চু মিয়া (৪৪) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেন কাশিমনগর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহ আলম।
একই রাতে মাধবপুর উপজেলার বেঙ্গাডুবা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন উপপরিদর্শক (এসআই) শামছ ই তাব্রীজ। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তুতা মিয়া নামে অপর এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। তুতা ওই গ্রামের মারাজ মিয়ার ছেলে।
অপরদিকে, জেলার বিভিন্ন থানা পুলিশ অভিযান চালিয়ে পলাতক ২১ আসামিকে গ্রেফতার করে। এর মধ্যে ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. নাজিম উদ্দিন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
এসআই