ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

হবিগঞ্জে গ্রেফতার ২৩,  মাদক জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৮, মার্চ ৩০, ২০১৮
হবিগঞ্জে গ্রেফতার ২৩,  মাদক জব্দ প্রতীকী

হবিগঞ্জ: হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাসহ ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে ছয় কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট।

বৃহস্পতিবার (২৯ মার্চ) রাত থেকে শুক্রবার (৩০ মার্চ) সকাল এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গভীর রাতে জেলার মাধবপুর উপজেলার তিনগাঁও এলাকায় অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ বাচ্চু মিয়া (৪৪) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেন কাশিমনগর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহ আলম।

বাচ্চু তিনগাঁও এলাকার দুধ মিয়ার ছেলে।

একই রাতে মাধবপুর উপজেলার বেঙ্গাডুবা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন উপপরিদর্শক (এসআই) শামছ ই তাব্রীজ। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তুতা মিয়া নামে অপর এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। তুতা ওই গ্রামের মারাজ মিয়ার ছেলে।  

অপরদিকে, জেলার বিভিন্ন থানা পুলিশ অভিযান চালিয়ে পলাতক ২১ আসামিকে গ্রেফতার করে। এর মধ্যে ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. নাজিম উদ্দিন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।