বৃহস্পতিবার (২৯ মার্চ) ভোরে তাকে দক্ষিণ সুরমার বারোখলা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
এদিন দুপুরে তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল।
শুনানি শেষে মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক মামুনুর রশিদ ৫ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।
এর আগে বুধবার (২৮ মার্চ) মাহিদ হত্যা মামলায় ওই আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন মামলার অপর আসামি কুখ্যাত ছিনতাইকারী মির্জা আতিক। এছাড়া তায়েফ আহমদ রিপন নামে আরেক আসামিকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
গত ২৫ মার্চ রাতে ঢাকা রওয়ানা হওয়ার পথে দক্ষিণ সুরমায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হন মাহিদ আল সালাম। তিনি সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার প্রয়াত অ্যাডভোকেট আব্দুস সালামের ছেলে ও শাবিপ্রবির অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন।
এ ঘটনায় চার ছিনতাইকারীকে শনাক্তের পর মঙ্গলবার (২৭ মার্চ) মধ্যরাতে তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহতের চাচা সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এটিএম হাসান জেবুল।
সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বাংলানিউজকে বলেন, মামলায় মির্জা আতিক, তায়েফ আহমদ রিপন ও রাসেল আহমদকে গ্রেফতার করা হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
এনইউ/এমজেএফ